আদালত প্রতিবেদক : ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক পণ্য ও মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
গুলশান থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডের আসামিরা হলেন মো. ফাহিম (২২), মো. আলতাফ মৃধা (২৩) ও মো. হেলাল উদ্দিন (৪৯)।
এর আগে অনলাইনে যৌন উত্তেজক পণ্য বিক্রির তথ্য-প্রমাণের ভিত্তিতে গত রোববার সন্ধ্যায় গুলশান-২ নম্বর এলাকা থেকে ফাহিমকে আটক করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
পরে ফাহিমের দেওয়া তথ্য অনুযায়ী আলতাফ ও হেলালকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন, পাঁচ হাজার ৪০ পিস ইয়াবা, পাঁচ কেজি নিষিদ্ধ যৌন উত্তেজক জেল জব্দ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
 
            


 
                                 
                                 
                                
Comment here