বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সম্প্রতি অবসর কাটিয়ে ঢাকায় ফিরেছেন এই অভিনেত্রী। কিছুদিনের মধ্যে আবার ব্যস্ত হয়ে পড়বেন শুটিংয়ের কাজে। এরই মধ্যে তিনি শেষ করেছেন সীমান্ত সজলের ‘প্রেম ও বিসর্জন’ নাটকের কাজ। এছাড়াও শেষ করেছেন ‘অভিমানী’ শিরোনামের আরও একটি নাটকের কাজ।
মৌসুমী হামিদ বলেন, ‘নিয়মিত কাজ করছি। তবে আগের মতো না। দু’একটি কাজের পর একটু বিরতি নিচ্ছি। নিজের মতো করে সময় কাটানোর জন্য কক্সবাজার গিয়েছিলাম। সোমবার ঢাকায় ফিরেছি।’
তিনি আরও বলেন, ‘ধারাবাহিক নাটকের পাশাপাশি একক নাটকের কাজ নিয়ে এখন ব্যস্ত আছি। তাছাড়া মাছরাঙা টেলিভিশনের “বাকের খনি”, আরটিভি “চিটিং মাস্টার” ধারাবাহিকের কাজও করছি। সম্প্রতি কয়েকটি একক নাটকের কাজ করেছি।’
ছোটপর্দায় কাজ করলেও এই অভিনেত্রীকে এখনো দেখা যায়নি ওয়েব সিরিজে। মৌসুমী হামিদের ভাষ্য, ‘এখনো ওয়েব প্ল্যাটফরমে কাজ করা হয়নি। তবে এই মাধ্যমে কাজ করার ইচ্ছে আছে। কিন্তু যেমন-তেমন কাজ দিয়ে এই মাধ্যমে আসতে চাই না। ভালো গল্পের কাজ করতে চাই। মনের মতো হচ্ছে না বলে, তাই হয়তো এই মাধ্যমে এখনও কাজ করা হয়নি।’
ছোটপর্দার বাইরে এই অভিনেত্রী ‘গোর’ চলচ্চিত্র কাজ করেছেন। গাজী রাকায়েতের পরিচালনায় যা এখন মুক্তির অপেক্ষায়।
ছবিটি প্রসঙ্গে তিনি ‘আমার অভিনয়ের ক্যারিয়ারের এটি অন্যতম একটি অর্জন। এটি নিয়ে আমি বেশ আশাবাদী। ইতিমধ্যেই ছবিটি মুক্তি পেত। কিন্তু করোনার কারণে সব পিছিয়ে গেছে। ছবিটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন উৎসবে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। সেই চিন্তা থেকে দুই ভাষায় শুটিং করা হয়েছে। বাংলা আর ইংরেজি। এটাই মনে হয় বাংলাদেশে প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। আশা করি, খুব শিগগিরই দর্শক ছবিটি দেখতে পারবেন।’
শুনলাম, ইউটিউব চ্যানেল খুলেছেন? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘ইউটিউব চ্যানেলটি বড় স্বপ্ন নিয়েই খুলেছি। এখানে মনে রাখার মতো কাজ রাখতে চাই। এছাড়া ইউটিউবের জন্য ভালো কিছু কাজ করতে চাই। এক কথা বললে, এই চ্যানেলে ভিন্ন ধরনের কাজই থাকবে।’
 
            


 
                                 
                                 
                                
Comment here