আওয়ামী লীগ ভাষা আন্দোলনের চেতনা ধূলিসাৎ করে দিয়েছে : মির্জা ফখরুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

আওয়ামী লীগ ভাষা আন্দোলনের চেতনা ধূলিসাৎ করে দিয়েছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বায়ান্নর ভাষা আন্দোলনের যে চেতনা, আওয়ামী লীগ সেই চেতনা ধূলিসাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রভাষা আন্দোলনই ছিল আমাদের জাতিসত্ত্বা নির্মাণের প্রথম ভিত্তি। সেই আন্দোলনের চেতনা ছিল-স্বাধীন, সুস্থ, গণতান্ত্রিক, মুক্তসমাজ নির্মাণ করা। তারই ধারাবাহিতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছিলাম। আজকে সেই আশা-আকাঙ্ক্ষা, চেতনা ধূলিসাৎ হয়ে গেল। আওয়ামী লীগ সমস্ত মানুষের স্বপ্নগুলোকে ভেঙে-চুরে শেষ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের যে আলাদা সত্ত্বা, পরিচিতি-অস্তিত্ব সেটাকে ধবংস করে দিচ্ছে। বাংলাদেশকে এখন সত্যিকার অর্থেই একটা নতজানু রাষ্ট্রে পরিণত করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্নীতিতে দেশ এখন ভরে গেছে। এখন দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা যিনি অনেকগুলো দুর্নীতির মামলা দেখেছেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতি দমন কমিশনকে আজ পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘পত্র-পত্রিকায় দেখেছেন, মন্ত্রী ও উপদেষ্টা কথা বলছেন সেই ফোনালাপ ফাঁস হয়ে গেছে। আমরা সুস্পষ্ট করে বলেছি, আমরা জানতে এই কথোপকথনের মধ্যে কী আছে। সেই বিষয়ের তদন্ত চাই। এটি জনসমক্ষে প্রকাশ করতে হবে। নইলে জনগণের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘সময় খুব কম। আমাদেরকে নিজেদেরকে অতিদ্রুত সংগঠিত করতে হবে। অতি দ্রুত জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে। ভয়াবহ এই সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’

তিনি আরও বলেন, এখন যে অবস্থা বা সংকট, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আরো ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত রাজনৈতিক দল ও মতকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাদের পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ভাষা আন্দোলন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, বিএনপি নেতা আহমেদ আজম খান, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের ফজলুর রহমান খোকন প্রমুখ।

 

Comment here