এবারও হজ করা হচ্ছে না বাংলাদেশিদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

এবারও হজ করা হচ্ছে না বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় এবারও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজযাত্রীগণ হজের সুযোগ পাবেন না। ফলে বাংলাদেশিদেরও এ বছর হজ করা হচ্ছে না। আজ শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সরকার এবার করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন।

এদিকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেছেন, ‘সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।’

উল্লেখ্য, গত বছরও অভ্যন্তরীণভাবে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে গত বছর এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার কথা থাকলেও কেউ যেতে পারেননি। হিজরি সালের জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

 

Comment here