ঐক্যফ্রন্টের জরুরি সভা কাল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঐক্যফ্রন্টের জরুরি সভা কাল

নিজস্ব প্রতিবেদক ; জরুরি সভা আহ্বান করেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় মতিঝিলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

মিন্টু বলেন, ড. কামাল হোসেনের চেম্বার ভবনে (ল-চেম্বার) জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সভায় সদ্যসমাপ্ত ঢাকার দুই সিটি নির্বাচন পর্যালোচনা, পরবর্তী আন্দোলন কর্মসূচি এবং সার্বিক বিষয়ে আলোচনা হতে পারে বলেও তিনি জানান।

Comment here