করোনা নিয়ে যথেষ্ট ভুগেছি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

করোনা নিয়ে যথেষ্ট ভুগেছি

বিনোদন প্রতিবেদক :  জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতউল্লাহ। ক্যারিয়ার ও সংসার একসঙ্গেই সামলাচ্ছেন এই অভিনেত্রী। তবে এবার সবকিছু ছাপিয়ে এই অভিনেত্রী নাম লিখেছেন উদ্যোক্তা হিসেবে। অনলাইনে শাড়ির ব্যবসা শুরু করেছেন তিনি। নাম ‘মাই ক্লোসেস্ট স্টোরিস’।

বিজরী বরকতউল্লাহ’র ভাষ্য, ‘আমি আর আমার এক বন্ধু মিলে শাড়ির পেজটি খুলেছি সম্প্রতি। খুবই ছোট পরিসরে। বলা যায়, ভালোলাগা থেকেই এটি চালু করা। মাইন্ড ডাইভার্টের জন্য এই ধরনের কিছু নিয়ে ব্যস্ত থাকা দরকার বলেও মনে হচ্ছিল।’

এদিকে, লকডাউনে আপাতত শুটিং বা অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘এখন শুটিং বা কোনো অনুষ্ঠান করতে চাই না। কারণ করোনা নিয়ে যথেষ্ট ভুগেছি। আর চাচ্ছি না। শুটিংয়ে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা হয় না। আমার বাসায় শ্বশুর-শাশুড়ি আছেন। তাই আমাদের অনেক সাবধানতা অবলম্বন করে চলতে হয়।’

বিজরী জানান, সবশেষ গত মাসে দুটি ধারাবাহিক ও একটি অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন তিনি। নাটকগুলো একটি অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’ ও অন্যটি ‘বাবা থাকে বাসায়’।

Comment here