ক্রাইম

কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ১২ যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর সাহাপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর মোবাইলে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১২ যুবককে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গত রবিবার বেলা সাড়ে ৩টায় আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে ওই দিনই ঈশ্বরদীর সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা হলেনÑ ঈশ্বরদী সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মানজুর রহমানের ছেলে মেহেদী হাসান, রেজাউল ম-লের ছেলে রাজিব ম-ল, আজিজুল ফকীরের ছেলে রাসেল; দিয়াড় সাহাপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে রাব্বি হোসেন, তরিকুল ইসলামের ছেলে শিহাব হোসেন, কেদু সাহর ছেলে শামিম হোসেন, সোলাইমান হোসেনের ছেলে সৈকত হোসেন, রাজ্জাক আহমেদের ছেলে রাজু আহমেদ, সিদ্দিকুর রহমানের ছেলে শফিউল ইসলাম সালমান; সাহাপুরের দেবেন মহলদারের ছেলে ইমন আলী, আশরাফুল ইসলামের ছেলে আশিক; ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুরের মাহাবুব আহমেদের ছেলে মাহফুজ আহমেদ।ads

 

 

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, অস্ত্রের মুখে জিম্মি করে সদ্য বিবাহিত এক কলেজছাত্রীকে ধর্ষণ করে কৌশলে মোবাইলে ধারণ করা হয়। ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কারণে ওই ওই ছাত্রীর সংসার ভেঙে গেছে। অভিযুক্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি ও ডিজিটাল আইনে মামলা নথিভুক্ত করে তাদের পাঠানো হয়েছে পাবনা জেলা কারাগারে।

Comment here

Facebook Share