চলন্ত গাড়িতে কিশোরীকে ধর্ষণ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

চলন্ত গাড়িতে কিশোরীকে ধর্ষণ

ভারতের উত্তর প্রদেশের কুশিনগরে চলতি মাসের শুরুর দিকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার দেশটির পুলিশ অন্তত তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সবাই কিশোরীর প্রতিবেশী। খবর এনডিটিভির।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর এ ঘটনা ঘটেছে। সেইদিন এক অভিযুক্ত ওই কিশোরীকে গোয়ালঘর পরিষ্কার করতে ডাকে। ভুক্তভোগী কিশোরী পুলিশি অভিযোগে লিখেছে, অভিযুক্ত তাকে ছুরি দেখিয়ে হুমকি দেয় এবং একটি ঝুপড়িতে নিয়ে যায়।

পরবর্তী সময়ে সেখানে অভিযুক্তের দুইজন সহযোগী আসে এবং তাকে অপহরণ করে। তারা চলন্ত গাড়িতে তাকে ধর্ষণ করেছে। এরপর তিন অভিযুক্ত কিশোরীকে এক গোয়াল ঘরের বাইরে ফেলে চলে যায়। জ্ঞান ফেরার পর কিশোরী কোনোভাবে বাড়ি পৌঁছায় এবং পুরো ঘটনা পরিবারকে জানায়।

ওই কিশোরী অভিযোগ করে, প্রথমদিকে কাপ্তানগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়নি। এরপর কিশোরীর পরিবার একজন ঊর্ধতন কর্মকর্তার কাছে গেলে তখন এফআইআর দায়ের করে।

কুশিনগর জেলা পুলিশ এক বিবৃতিতে বলেছেন, ইতিমধ্যে এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের জেলে পাঠানো হয়েছে। এনিয়ে আরও তদন্ত চলছে।

Comment here