নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। তাকে কোকের সঙ্গে ঘুমের বা নেশাজাতীয় ওষুধ খাইয়ে অজ্ঞান করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী তরুণী গতকাল বুধবার রাতে নিজে বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
পরে গতকাল রাতেই শ্যামলীর ৩ নম্বর সড়কের কথিত ওই অফিস থেকে ফাহিম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীর দায়ের করা মামলায় সে দ্বিতীয় আসামি।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানিয়েছে, গত মঙ্গলবার বিকেলে চাকরির ইন্টারভিউ দিতে যায় ওই তরুণী। ইন্টারভিউয়ের সময় তাকে কোকের সঙ্গে ঘুমের বা নেশাজাতীয় ওষুধ খাইয়ে কয়েকজন মিলে গণধর্ষণ করে। পরে জ্ঞান ফিরলে অসুস্থ অবস্থায় বাসায় ফেরে সে।
ভুক্তভোগী ওই তরুণী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।
Comment here