জবাই করে বাবাকে খুন করলেন ছেলে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রাইম

জবাই করে বাবাকে খুন করলেন ছেলে

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাবাকে জবাই করে হত্যা করেছেন তার প্রতিবন্ধী ছেলে। আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের বাজার সংলগ্ন দূর্গবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক ছেলের নাম জাহিদ (২৮)। আর বাবার নাম হলো-শাহেদ আলী (৫৮)।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে শাহেদ আলী মসজিদে ফজর নামাজ শেষে বাড়ি ফিরেন। এ সময় মানসিক প্রতিবন্ধী ছেলে জাহিদ বাড়ির উঠানে বটি দিয়ে জবাই করে তাকে হত্যা করে।

ঘটনার পর পরই নিহতের স্ত্রী সাজেদা বেগম বাড়ির উঠানে রক্তাক্ত লাশ দেখে চিৎকার করে উঠলে প্রতিবেশীরা ঘটনাস্থলে চলে আসে। পরে খবর পেয়ে এসে ঘাতক ছেলেকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। তবে আটককৃত ছেলে কিছুটা মানসিক প্রতিবন্ধী।  লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comment here