সারাদেশ

জাফরুল্লাহকে মনোবল শক্ত রাখতে বললেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীরকে মনোবল শক্ত রাখতে বলেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার সন্ধ্যায় টেলিফোনে জাফরুল্লাহর খোঁজ নেন তিনি।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতা কামনা করে খালেদা জিয়ার পক্ষ থেকে ফুল নিয়ে যান তিনি। পাশাপাশি ফলের বাক্সও নিয়ে যান। তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার দৈনিক মুক্ত আওয়াজকে বলেন, ‘টেলিফোনে ম্যাডাম গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারের সাথে কথা বলেছেন। তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। ম্যাডাম তার জন্য দোয়া করেছেন এবং তাকে মনোবল শক্ত রাখার কথা বলেছেন।’

শামসুদ্দিন দিদার  আরও বলেন, ‘ম্যাডাম তার জন্য ফুল পাঠিয়েছেন। আমরা তা স্বাস্থ্যবিধি মেনে তাকে দিয়েছি। ম্যাডাম ফলের বাক্সও পাঠিয়েছেন, তা পৌঁছে দেওয়া হয়েছে।’

এর আগে গতকাল সোমবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা ধরা পড়ে। এরপর থেকে তিনি আইসোলেশনে রয়েছেন।

গতকাল ডা. জাফরুল্লাহ বলেন, ‘গতকাল (রোববার) সন্ধ্যার দিকে আমার শরীরে হালকা জ্বর এসেছিল। শরীরটা একটু খারাপ লাগছিল। পরে আমার টেস্ট করাতে বলি। এরপর আমাদের র‍্যাপিড টেস্ট দিয়ে পরীক্ষা করা হয়। তখন রেজাল্ট পজিটিভ এসেছে।’

Comment here

Facebook Share