জিএম কাদের এরশাদের জন্য দোয়া চাইলেন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

জিএম কাদের এরশাদের জন্য দোয়া চাইলেন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ। তার রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গণমাধ্যমে পাঠানো এক ইমেইল বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বুধবার সকালে এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে সেখানকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এরশাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কয়েকদিন ধরে জ্বর থাকায় দুর্বলবোধ করছিলেন তিনি। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে নেওয়া হয়। রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন এরশাদ।

এর আগে জাপা চেয়ারম্যান সিএমএইচের পাশাপাশি সিঙ্গাপুরেও নিয়মিত শারীরিক চেকআপ করান। সর্বশেষ ২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ।

Comment here