ঢাকাসমগ্র বাংলা

ঢাকার নাখালপাড়ায় বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নাখালপাড়া এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এই তথ্য জানিয়েছে।

নিহত স্বামী-স্ত্রীর বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তারা বলছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা কাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদ খান বলেন, ‘বাড়িটি একটি এনজিওর অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটিতে একজন পুরুষ ও একজন নারীর লাশ পাওয়া গেছে। তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।’

পুলিশ জানায়, মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের লাশ পাওয়া যায়। নারীর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে পুরুষের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদ খান জানান, নিহত নারী এনজিওটিতে পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে। তিনি বাড়িটিতে তার স্বামীকে নিয়ে রাতে থাকতেন।

Comment here

Facebook Share