ঢাবির হল ফাঁকা, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঢাবির হল ফাঁকা, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ছাড়ছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল থেকেই তারা হল ছাড়েন। এতে করে বিশ্ববিদ্যালয়ের সব হল এখন প্রায় ফাঁকা হয়ে গেছে।

ক্যাম্পাসে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সব খানে দেখা গেছে।

আজ বুধবার বিকেলে আন্দোলনকারীদের সমন্বয়ক মাহিন সরকার সাংবাদিকদের বলেন, ‘গত দুই দিন আগে ছাত্রলীগ আমাদের ওপর যেভাবে হামলা চালিয়েছিল, সে কায়দায় তারা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে আবার আমাদের ওপর হামলা চালাচ্ছে। হলে কোনো শিক্ষার্থী নেই। আমাদের কাছে তথ্য আছে, হলেও পুলিশ আজ আক্রমণ চালাতে পারে।’

আন্দোলন চলবে জানিয়ে মাহিন সরকার বলেন, ‘আমরা ফেরত আসব। আমাদের সমন্বয়কদের অনেকে আহত হয়েছেন। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে। অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তারা কোথায় আছেন, আগে খোঁজ নিতে হবে। হলে এখন খুবই কম শিক্ষার্থী আছে। আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যেন হল ত্যাগ করেন। তবে ঢাকাতে যেন থাকেন।’

আন্দোলন চলবে জানিয়ে সমন্বয়ক বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন এখানেই সমাপ্ত নয়। ক্যাম্পাস খুলবে। আমরা আমাদের মতো থাকব। আমাদের দাবিও দাবির জায়গাতেই থাকবে।’

আজ দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ ছাড়া পুলিশের ছোড়া টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে অন্তত পাঁচ সাংবাদিক আহত হয়েছেন।

দুপুর পৌনে ৩টার দিকে টিএসসি এলাকায় অন্তত ছয়টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে তারা তুলে নিয়ে যায়।

Comment here