জাবেদ ভূঁইয়া,মিরসরাই(চট্টগ্রাম): রবিবার (২৪ নভেম্বর) বেলা ১০ ঘটিকার সময় মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকার ধান ক্ষেত থেকে ফয়জুল হক(৪০) নামের গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।
নিহত ফয়জুল হক মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।
জানা গেছে, ফয়জুল খৈয়াছড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
নিহতের বড় ভাই রেজাউল হক জানান, ফয়জুল হক মুহুরি প্রজেক্ট এলাকায় মাছ চাষ করতেন। তাই প্রতিরাতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেন এবং সকালে বাড়ি ফিরতেন। তবে গত শুক্রবার(২২ নভেম্বর) প্রতিদিনের ন্যায় রাতে বের হলেও সকালে বাড়ি ফিরেন নি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, রবিবার সকালে নিজতালুক এলাকার একটি ধানক্ষেত থেকে ফয়জুলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ( চমেক) মর্গে প্রেরণ করা হয়।
Comment here