কবিরহাট ও কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ; ‘নোয়াখালী জেলাকে শেখ হাসিনার ঘাটি হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের প্রতি যে দিক নির্দেশনা দেওয়া হবে তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব।’ আজ রোববার সকাল ১১টায় নোয়াখালী জেলা শাখার নব-নির্বাচিত আহ্ববায়ক কমিটির নেতৃবৃন্দের কোম্পানীগঞ্জে আগমন উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এ কথা বলেন।
এ সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির আহ্ববায়ক খায়রুল আনম সেলিম বলেন, ‘বিগত ৯ মাস ধরে কোম্পানীগঞ্জ উপজেলায় রাজনৈতিক অস্থিরতা চলে আসছে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আজ কোম্পানীগঞ্জে আহ্বাবায়ক কমিটি একসাথে হয়েছি। কোম্পানীগঞ্জের আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য যা যা করার প্রয়োজন আমরা তাই করব।’
কাদের মির্জার সঙ্গে আলোচনা করে মূল সমস্যাটা জানতে চেষ্টা করব উল্লেখ করে তিনি বলেন, ‘মির্জা আগেও এখানে নেতৃত্ব দিয়েছেন, বর্তমানেও নেতৃত্বে আছেন, ভবিষ্যতেও নেতৃত্বে থাকবেন। তবে দলের গঠনতন্ত্র মোতাবেক দলকে এগিয়ে নিতে হবে। যারা গঠনতন্ত্র মানবে না তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।’ সেলিম আরও বলেন, ‘কাদের মির্জা আমাকে বলে আমার নাকি মেরুদণ্ড নেই। কিন্তু আমার হাড্ডি শক্ত আছে।’
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর উদ্দেশে বলেন, ‘তার কর্মকাণ্ড আমাদের দলকে বিব্রত করেছে। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে কোম্পানীগঞ্জকে পূর্বের মত শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘আমাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মত জাতীয় নেতা আগামী ২০০ বছরেও জন্ম নিবে না। ওবায়দুল কাদেরের প্রতি সম্মান দেখিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে কোম্পানীগঞ্জে দলকে সুসংগঠিত করবেন।’
এ সময় নব-গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘নোয়াখালীর অপরাজনীতির বেড়াজাল ছিন্ন করে আপনারা যারা দায়িত্ব পেয়েছেন আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। নোয়াখালী জেলাকে শেখ হাসিনার ঘাটি হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের প্রতি যে দিক নির্দেশনা দিবেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব।’ কাদের মির্জা আরও বলেন, ‘নেতৃবৃন্দের কাছে আমার দাবি কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগে অনুপ্রবেশকারী জাসদ ও জাতীয় পার্টির নেতাদের নেতৃত্ব থেকে বাদ দিতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী-৬ আসনের এমপি আশেয়া আলী, নোয়খালী-৬ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কাদের মির্জা অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ প্রমুখ।
Comment here