পদ্মা সেতুর ওপর মিনি ট্রাক উল্টে দুইজন নিহত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পদ্মা সেতুর ওপর মিনি ট্রাক উল্টে দুইজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে মিনি ট্রাক উল্টে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ রোববার দিবাগত রাত ১০টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউসার (৩০) ও রাজু (৪০)। তারা এরা ঘটনাস্থলেই মারা যান। নিহতদের বাড়ি শরীয়তপুর জেলায়। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) সুমন দেব জানান, এ ধরনের একটা ঘটনার কথা তিনি শুনেছেন। মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের সামনে একটি দুর্ঘটনা ঘটেছে। তবে কতজন মারা গেছেন তা এখনো জানতে পারেননি।

শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান জানান,পদ্মা সেতুতে দুর্ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। তবে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Comment here