পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নে যত্ন প্রকল্পের ক্যাশ কার্ড বিতরণ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নে যত্ন প্রকল্পের ক্যাশ কার্ড বিতরণ

এন এম সরকার,পলাশবাড়ী গাইবান্ধা  প্রতিনিধিঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে স্থানীয় সরকার বিভাগের সরাসরি বাস্তবায়নধীন “ইনকাম সার্পোট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট  (আইএসপিপি) যত্ন” প্রকল্পের উপকারি ভোগীদের মাঝে ক্যাশ কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।
৪ মার্চ বুধবার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মান্নান সরকার’র সভাপতিত্বে যত্ন প্রকল্পের উপকারি ভোগীদের মাঝে ক্যাশ কার্ড বিতরণের উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সাবেক এমপি,৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যা.উম্মে কুলছুম স্মৃতি ও পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি আলহাজ্ব এ. কে.এম,মোকছেদ চৌধুরী বিদ্যুত।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ ইউনিয়ন পরিষদের সচিব,ইউপি সদস্যগণসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,৩মার্চ মঙ্গলবার ২নং হোসেনপুর,৪ মার্চ বরিশাল, ৫মার্চ মহদীপুর,৮ মার্চ বেতকাপা,৯মার্চ পবনাপুর,১০মার্চ মনোহরপুর,১১মার্চ হরিনাথপুর, ১২ মার্চ কিশোরগাড়ী,এসব ইউনিয়নে বিতরন কারাহে। এসময় কালে যারা ক্যাশ কার্ড গ্রহনে ব্যর্থ হবেন তারা আগামী ১৫ মার্চ হতে ১৯ মার্চ স্ব স্ব ইউনিয়ন পরিষদ হতে নিতে পারবেন।

Comment here