বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় হাফেজ আব্দুর রব নামে এক প্রবাসীর বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সলিয়াবাকপুর গ্রাম থেকে তাদের লাশগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাফেজ আব্দুর রব কুয়েত প্রবাসী। তার বাড়ি থেকে উদ্ধারকৃত লাশগুলো রবের মা, ভগ্নীপতি এবং খালাতো ভাইয়ের।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা হলেন- মারিয়াম বেগম (৭০), মো. আলম (৭৫) ও মো. ইউসুফ (১৮)। পুলিশের ধারণা, তাদের খুন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ বলেন, সকালে খবর পেয়ে সলিয়াবাকপুর গ্রামে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
Comment here