মশিউর রহমান, বগুড়া প্রতিনিধি : বর্তমানে সারা বিশ্বের ন্যায় নোভেল করোনা ভাইরাস আতঙ্কে মানসিক উত্তেজনায় দিন কাটাচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ। করোনা ভাইরাসের প্রভাব যেন অসহায়, দরিদ্র, শ্রমজীবী খেঁটে খাওয়াসাধারণ মানুষদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এসকল মানুষেরা অতি কষ্টেরমধ্য দিয়ে দিনগুলি অতিবাহিত করছে।
মানুষের সাময়িক কষ্টগুলো লাঘবের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই নিজ উদ্যোগে বিভিন্নভাবে খেটে খাওয়া অসহায় দিনমজুরদের পাশে দাঁড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের নিজ অর্থায়নে গত ১৪ই এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় আমইন দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও সাবান প্যাকেট জাত করে প্রায় ১শত দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন।
এসময় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুসুম্বী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আকবর আলী প্রামাণিক, সমর আলী, যুবদল নেত আব্দুল বাসেত, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন তালুকদার, গোলজার রহমান, আব্দুল হালিম, বাসেত সহ আরও অনেক
নেতৃবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণের শুরুতে আনুষ্ঠানিক বক্তব্যে বিএনপির বলিষ্ঠ নেতা
আকবর আলী প্রাং বলেন, দেশের এই অতি সঙ্কটময় মূহুর্তে অসহায় ও দরিদ্র
মানুষের পাশে দাঁড়ানোর জন্য কুসুম্বী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত
সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দদেরকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে
ধন্যবাদ জানাই।
খাদ্যসামগ্রী সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বিতরণের এক পর্যায়ে ৯নং ওয়ার্ড
বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক বেল্লাল
হোসেন সবার মাঝে নভেল করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য
রাখেন।
Comment here