বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান

সাইবুর রহমান সুমন,স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অফ অনার প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ মার্চ ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯ টার দিকে সীমান্তের কাশিপুরে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ’র কবরে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অফ অনার, আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্যকর্মীরা ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
বিকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পে স্থানীয় পর্যায়ে ২০০ গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হবে ।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা জানান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবরে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অফ অনার ও তার রুহের মাগ‌ফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

Comment here