বেনাপোল সীমান্ত থেকে বিজিবি ও পুলিশ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বেনাপোল সীমান্ত থেকে বিজিবি ও পুলিশ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

মোঃসম্রাট হোসেন(বেনাপোল,যশোর)প্রতিনিধি : শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের আটক করা হয়।আটক সাবু (৩৯) ভবারবের গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলেমাহমুদ হাসান মিশন (২৮) যশোর সদর থানার তপশিডাংগা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে ও সাদিকুজজামান রুবেল (২৪) ভবারবেড় গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাবলু মোল্লার ছেলে।

বিজিবি জানায়গোপন খবরে জানা যায়মাদক কারবারীরা ইয়াবা ট্যাবলেটের একটি চালান পাচারের উদ্দেশ্যে বেনাপোল ছোটআঁচড়া মোড়ে অবস্থান করছেএমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।

বেনাপোল বিজিবি কোম্পানী সদরের কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানানআটকের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকেপুলিশ মাদক বেচাকেনার গোপন খবরে বেনাপোল ভান্ডারি মোড়ে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা সহ তাদের আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানানআটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।

Comment here