অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। রাজধানীর বিরুলিয়াতে গতকাল শুরু হয়েছে ‘আনন্দ অশ্রু’র নতুন লটের শুটিং। সেখানে মাহি অংশ নিয়েছেন রাধারমণের বিখ্যাত গান ‘ভ্রমর কইও গিয়া’র দৃশ্যধারণে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে মাহির বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক।
নির্মাতা জানান, রাধারমণ দত্তের লেখা ‘ভ্রমর কইও গিয়া’ গানটি নতুন করে সংগীতায়োজন করা হয়েছে ‘আনন্দ অশ্রু’ চলচ্চিত্রের জন্য। সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন খেয়া।
কালজয়ী এমন একটি গানে ঠোঁট মেলানোর বিষয়ে মাহি বলেন, ‘দীর্ঘদিন পর শুটিং করছি। সত্যি বলতে কী, এখন চলচ্চিত্রই কম নির্মাণ হচ্ছে। বিভিন্ন চলচ্চিত্রের প্রস্তাব নিয়ে অনেকেই আসেন। কিন্তু ভালো কাজ হচ্ছে কম। তাই কাজও কম করছি। ফলে শুটিংয়ে খুব একটা দেখা যায় না। তবে ভালো লাগছে এটা ভেবে যে, কাজ শুরু করলাম খুবই পছন্দের একটি গানের দৃশ্যধারণের মাধ্যমে। চলচ্চিত্রটির গল্পও অসাধারণ। মুক্তি পাওয়ার পর এটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’
নির্মাতা সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটি চলতি বছরই মুক্তি পাবে। এতে খল চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। প্রসঙ্গত, শিবলী সাদিক পরিচালিত ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘আনন্দ অশ্রু’ নামের চলচ্চিত্র। সেখানে অভিনয় করেছিলেন সে সময়ের তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর।
Comment here