মোঃ সম্রাট হোসেন, (বেনাপোল যশোর), প্রতিনিধিঃ যশোর বেনাপোলে সীমান্ত থেকে ভারতে পাচারের সময় সাদিপুর থেকে ৫৭ পিচ স্বণের বার সহ বানেচা বিবি (৪৫)নামে এক স্বর্ণ পাচারকারী কে আটক করেছে বিজিবি।
শুক্রবার(২৮আগস্ট) রাত ১০টার সময় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকৃত আসামি সাদিপুর গ্রামের দুখের স্ত্রী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সাদিপুর গ্রামে পাচারকারীর নিজ বাড়ি থেকে ৫৭ পিচ স্বর্নের বার সহ আটক করা হয়। যার ওজন ৯কেজি২০০ গ্রাম যার মুল্য ৬কোটি ২৫ লক্ষ৫০হাজার টাকা।আটকৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে পোর্টথানায় সোপর্দ করা হবে।
Comment here