শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক মাস বাড়ল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক মাস বাড়ল

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান, এবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর ছুটি বাড়ল।

আজ মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতি এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করা হলেও কোভিড পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

 

Comment here