শ্রীপুরে ‘খুনি মোস্তাক’ অনুসারী বিরোধী বিক্ষোভ মিছিল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

শ্রীপুরে ‘খুনি মোস্তাক’ অনুসারী বিরোধী বিক্ষোভ মিছিল

আহমেদ মাহফুজ শ্রীপুর -গাজীপুর প্রতিনিধি  : গাজীপুর কারও মুখে মোস্তাক বিরোধী মিছিল আবার কারও মুখে বঙ্গবন্ধুর খুঁনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর। রোববার(২৫ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় বিশাল বিক্ষোভ মিছিল হয়।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন আওয়ামী লীগ নেতা ও সাধারণ মানুষজন। গাজীপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এবং ছাত্রলীগ নেতা ফাহিম খন্দকার এর পরিচালনায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন ভূইয়া,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি সম্পাদক কফিল উদ্দিন মন্ডল,জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর হিমু, পৌর কাউন্সিলর মো.আমজাত হোসেন,লিয়াকত ফকির,লতিফ শেখ,আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান,তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফাহিম খন্দকার,পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম,গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাচ্চু,মাওনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা উজ্জল হোসেন,জুয়েল মাহমুদ আসিফ প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, খুনি মোস্তাকের লোকজন তারা আওয়ামিলীগ সেজে উন্নায়নের বাধা সৃষ্টি করে, বিগত দিনে তারা, চাঁদাবাজি, দূর্নীতি,সন্ত্রাসী, জমিদখল এর মত কাজ করেছে।শ্রীপুরের মাটিতে খুনি মোস্তাক সমর্থকদের নৈরাজ্য হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন। তারা গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের নেতৃত্বে আধুনিক মানবিক উপ শহর গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত আলোচনা সভার সার্ভিক তত্তাবধানে ছিলেন, আনিসুজ্জামান ওয়াসিম, শাহাদাৎ মাশরাফি ( রাফি)সিরাজ ফকির, মাহফুজ আহমেদ, রিপন,তাহের আলী,আলমগীর।

Comment here