জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ প্রতিনিধি : আজ ২৮শে ফেব্রুয়ারি ২০২০ ইং শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় সুন্দরগঞ্জে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র(ফাড়ি)কে পূর্ণাঙ্গ দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী.এসময় উপস্থিত জনতা মাঝে বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা বিষ্ণু রাম রায়, আরিফুল ইসলাম রাসেল,বামনডাঙ্গা ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক স্বপন রাম রায়,মিডিয়া ব্যক্তিত্ব হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বামনডাঙ্গা পুলিশ ফাড়িকে পূর্ণাঙ্গ থানা দাবি এবং চার পুলিশ হত্যার মামলার আসামি যারা ধরা ছোয়ার বাইরে আছে অবিলম্বে তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। গত২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামাতের নায়েবে আমীর দেলোয়ার হোসাঈন সাঈদীর মৃত্যুদণ্ড রায়কে কেন্দ্র করে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ধ্বংস যজ্ঞ চালায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সে সময় পুড়িয়ে দেয়া হয় রেল স্টেশনসহ সরকারি স্থাপনা ও সাধারন মানুষের দোকান-পাট। নরকীয় তাণ্ডবের সেই ভয়াল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ তাদের উপর গুলি ছোঁরে।
কিন্তু সংখ্যায় কম হওয়ার হাজার হাজার জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ধাওয়ায় পিছু হটে পুলিশ। এরপর দৌড়ে আত্মরক্ষার চেষ্টায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থান নেন তারা। কিন্তু তাদের সেই বৃথা চেষ্টা কোন কাজে আসেনি। জামায়াত-শিবিরের নেতাকর্মী দায়িত্বরত চার পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে.
Comment here