(ক্রীড়া প্রতিবেদক) ইয়ামিন ভূঁইয়া,ঢাকা ; বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন মিশারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে তিনি ৬৬৬ রান করেছেন, ফিফটি রয়েছে ৬টি। এর আগে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ওপেনার। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য পাননি। তবে সংবাদ সংস্থা এএফপির খবর, মিশারা টিম হোটেলে নিজের কক্ষে ‘অতিথি’ আমন্ত্রণ জানিয়েছিলেন, যা দলের আচরণবিধির পরিপন্থি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছে, ‘আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেছি। আমরা যা দেখেছি, সেটা নিয়ে তাঁর সঙ্গে কথা বলব।’
হোটেল কক্ষে ‘অতিথি’, মিশারাকে ফেরত পাঠানোর কারণ এটিই
24/05/20220

সম্পরকিত প্রবন্ধ
17/05/20190
বিশ্বকাপের প্রাইজমানি জানলে চমকে যাবেন
এবারের বিশ্বকাপে যে আলাদা কিছু চমক থাকবে, তা আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কিন্তু সেটি যে শুধু বলার জন্যই বলা ছিল, এমনটি নয়। তার প্রমাণ মিলছে ধীরে ধীরে। অত্যাধুনিক
Read More
24/05/20190
মাশরাফির কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন অধিনায়করা
ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ক্রিকেট বিশ্বকাপ। ছয় দিন পরেই শুরু হবে মূল পর্বের লড়াই। এবারের ১২তম আসর বসতে যাচ্ছে যৌথভাবে ইংল্যান্ড ও ওয়েলসে। অংশগ্রহণকারী দলগুলোর ক্রিকেটাররা নিজেদের প্রস্তুতিতে শেষ আঁচড় দেওয়াত
Read More
13/02/20200
জানতাম কিছু হবে, কিন্তু এত বড়ভাবে হবে ভাবিনি : আকবর
ক্রীড়া প্রতিবেদক : ‘আমরা জানতাম কিছু একটা হতে পারে। কিন্তু এত বড়ভাবে হবে সেটা কখনোই আমাদের প্রত্যাশা ছিল না। সেটা আসলেই অবিশ্বাস্য’, বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজন ও দর্শকদে
Read More
Comment here