প্রতিনিধি, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মনিরা বেগমের ভুলের কারণে শিক্ষার্থীদের ১ম বর্ষ ২য় সেমিস্টারের ফলাফল তিন মাসের বেশি সময় ধরে আটকে আছে। ববি’র ঐ শিক্ষক ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার ‘জার্ণালিস্টিক রাইটিং স্কিলস্: ইংলিশ’ (এমসিজে ১১৪) কোর্সের ১০ নং প্রশ্নের উত্তরের জন্য ৬ নম্বর দিয়েছেন। প্রশ্নপত্রে উল্লেখিত ঐ প্রশ্নের মান দেওয়া আছে ৫।
পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রেরিত এক নোটিশে তাকে জানানো হয়, এ কারণে ফলাফল প্রস্তুতের সময় টেবুলেটররা সমস্যায় পড়েছে এবং ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। সময় মতো ফলাফল না পাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এজন্য ঐ শিক্ষক মনিরা বেগমকে এ অন্যায়ের জন্য সতর্ক করে চিঠি দিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। ববি’র ঐ শিক্ষকের নামে আরও নানা অভিযোগ আছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায় ঐ শিক্ষক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম ব্যাচের শিক্ষার্থীদের ১ম বর্ষ ১ম সেমিস্টারে মাত্র ১৫- থেকে ১৬ টা ক্লাস নিয়েছেন যেখানে প্রতি সেমিস্টারে কমপক্ষে ২৫-৩০ টা ক্লাস নেওয়ার নিয়ম রয়েছে।
শিক্ষক মনিরা বেগমের দায়িত্বে অবহেলার কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকে বিভাগের শিক্ষকরা। এতে ভুক্তভোগী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
Comment here