সারাদেশ

অতিরিক্ত পোড়ায় ৭টি লাশ শনাক্ত করা যায়নি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে সাতজনের দেহ এতটাই পুড়েছে যে তাদের লাশ শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে তাদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে।

আজ সোমবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. সায়েদুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সাতটি লাশ শনাক্ত করা যায়নি। এগুলো অ্যাবসোলিউটলি দেহাবশেষ। তাদের ডিএনএ সংগ্রহ করার চেষ্টা করছে।’

ডা. সায়েদুর রহমান বলেন, ‘১৭ জন মারা গেছেন। আমাদের তথ্যমতে প্রত্যেকেই শিশু। যারা পুড়েছেন, তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস কর্মী, দুজন শিক্ষক এবং একজন স্টাফ। এ ছাড়া বাকি সবাই শিশু। শিশুর সংখ্যা একশোর বেশি। এদের অল্পসংখ্যক চিকিৎসা নিয়ে বাসায় গিয়েছেন। বেশি বয়সী ১৫ জনের মতো আছেন।’

তিনি বলেন, ‘আমাদের ব্লাড ব্যাংকে আপাতত রক্ত নেওয়া শেষ। আপাতত আর কেউ রক্ত দেবেন না। আমরা মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে রক্ত নিয়েছি। আইসিইউতে যেসব রোগী আছে তাদের বেশিরভাগের শ্বাসনালী পোড়া। তাদেরকে ভ্যান্টিলেশন দেওয়া হচ্ছে। তাদেরকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’

ডা. সায়েদুর রহমান বলেন, ‘আগামীকাল থেকে প্রতি ৬ ঘণ্টা পরপর রোগীদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে আপডেট জানানো হবে। যাতে কোনো রকমের বিভ্রান্তি তৈরি না হয়। আমরা মারা যাওয়ার সংখ্যাকে গুরুত্ব দিচ্ছি না। কারণ কিছুক্ষণ আগেও দুইজন মারা গেছেন। হাসপাতালে আনার পর তিনজন মারা গেছে।’

Comment here

Facebook Share