সারাদেশ

অতিরিক্ত ভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসার জায়গা নয়, নৈতিকতা চর্চার জায়গা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সঙ্গে শিক্ষার্থীদের ভর্তির সময় কোনো স্কুল অতিরিক্ত ফি নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ বুধবার বিকেলে রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি বিদ্যালয়সমূহে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারি উদ্বোধন অনুষ্ঠানের সময় এ হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘নানা অজুহাতে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করে। আশা করি, তারা সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। যদি কেউ অতিরিক্ত ফি আদায় করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসার জায়গা নয়, এটা নৈতিকতা চর্চার জায়গা।’

মন্ত্রী বলেন, গত বছর করোনাভাইরাসের কারণে লটারির ব্যবস্থা করেছি। এ বছর পরীক্ষা নেওয়ার সুযোগ থাকার পরও লটারির মাধ্যমেই ভর্তি কার্যক্রম চালাচ্ছি। এর ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই।

বেসরকারি স্কুলে ভর্তির আবেদন আগামী ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবনে লটারি হবে।

 

Comment here

Facebook Share