বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। জুটি বেঁধে তারা অভিনয় করেছে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে। অপূর্ব আর তিশার মানেই দর্শকদের বাড়তি চমক। বিগত বছরের মতো এবারের ঈদেও আসছেন তারা। তবে এবার টিভি নয়, তাদের দেখা যাবে ইউটিউবে। নাটকের নাম ‘হঠাৎ দেখা’। যেখানে উঠে আসবে জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি ও প্রেম-বিরহের অন্যরকম একটি গল্প।
কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন বাঁধন লিংকন, শারিকা সাবাহসহ অনেকে। ‘হঠাৎ দেখা’ প্রযোজনা করছে ‘ক্লাব ইলেভেন’। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ঈদের অনুষ্ঠানমালায় এটি মুক্তি পাবে।
জানা গেছে, জীবনে ঘটে যাওয়া পরিচিত ঘটনাই উঠে আসবে নাটকে। তবে তা অন্যভাবে। নাটকে রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তিশা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এবারের ঈদে আরও একটি নাটক তারা অবমুক্ত করবে। সেটি হলো- ‘বিবাহ করিতে চাই না’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও পরিচালনায় রয়েছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন তাহসান খান ও সায়লা সাবি।
Comment here