অভিনেত্রী বা নায়িকা থেকে গায়িকা,সোহানা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বলিউডবিনোদন

অভিনেত্রী বা নায়িকা থেকে গায়িকা,সোহানা

অভিনয়, মডেলিং ও নাচ এই তিন অঙ্গনে সোহানা সাবার সরব উপস্থিতি। সবাই তাকে অভিনেত্রী বা নায়িকা হিসেবেই চেনেন। তবে এবার তাকে পাওয়া যাবে ভিন্ন পরিচয়ে। গায়িকা হয়ে আসছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সাঈফ চন্দনের ‘আব্বাস’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন সোহানা সাবা। গানের শিরোনাম ‘আমার কি কেউ আছে’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান। মাহমুদ মানজুরের কথায় গানটির সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ুন। আগামীকাল শুক্রবার সারা দেশে ছবিটি মুক্তি পাচ্ছে।

সোহানা সাবা বলেন, ‘বেশ কিছুদিন আগে গানটিতে কণ্ঠ দিয়েছি। যদিও গান গাওয়া আমার কাজ না। তাও বেশ আগ্রহ নিয়ে গানটি গেয়েছি। এ ছাড়া নিজের গানে পর্দায় আমাকেই ঠোঁট মেলাতে দেখবেন দর্শক। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’

রোমান্টিক-অ্যাকশন ঘরানার ছবি ‘আব্বাস’। এর গল্প লিখেছেন জসীম উদ্দিন। ছবিতে সোহানা সাবার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, আইরিন, সমাপ্তি মাসুক, সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খানসহ অনেকে।

Comment here