অ্যাম্বুলেন্সে যাচ্ছিলেন চিকিৎসার জন্য, ফিরতে হলো লাশ হয়ে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

অ্যাম্বুলেন্সে যাচ্ছিলেন চিকিৎসার জন্য, ফিরতে হলো লাশ হয়ে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে বরিশালের উজিরপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন রোগী ও তার স্বজনরা। কিন্তু মাদারীপুরের শিবচরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি হাইওয়ে থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রোগী ও তার ভাতিজা। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাদের  উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, খাদিজা বেগম (৬৫) ও তার ভাইয়ের ছেলে মেহেদী হাসান (১৭)। খাদিজা বেগম বরিশালের উজিরপুর উপজেলার বাবরখানা গ্রামের আনোয়ার তালুকদারের স্ত্রী। মেহেদী হাসান নিহত খাদিজার ভাই জালালউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অসুস্থ খাদিজা বেগমকে একটি অ্যাম্বুলেন্সে করে তার পরিবার ঢাকা যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান খাদিজা ও মেহেদী। আহত হন শেফালী বেগম (৪৫), সোহাগ (৩০), পলাশ (২৫) ও অ্যাম্বুলেন্স চালক আবুল বাশার (৪০)। খবর পেয়ে পাঁচ্চর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেন।

পাঁচ্চর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ মজুমদার বলেন, ‘অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে দুজন নিহত ও চালকসহ চারজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটি ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।’

 

Comment here