সারাদেশ

আইডি জালিয়াতির মামলায় ডা. সাবরিনার জামিন

আদালত প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাকে জামিন দিয়েছেন আদালত। গত ২২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ ২০ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন। যা আজ রোববার সাবরিনার আইনজীবী প্রনব কন্তি ভৌমিক নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ আগস্ট রাতে বাড্ডা থানায় এ মামলা করেন গুলশান থানার নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া। মামলাটিতে গত ৩ সেপ্টেম্বর আদালত সাবরিনার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসআইডির মামলায় বলা হয়, বর্তমান সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চায়। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।

এর আগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী গত ১২ জুলাই গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। করোনাভাইরাসের নমুনা পরীক্ষার মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

 

Comment here

Facebook Share