নিজস্ব প্রতিবেদক ; রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
ডা. রফিকুল ইসলাম বলেন, ‘রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে অক্সিজেন লেবেল আগের চেয়ে উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।’
উল্লেখ্য গত ১৬ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত দুদিন তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়।
Comment here