সারাদেশ

আইসোলেশনে আছি, কারও সাথে মিশি নাই : ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পজিটিভ জানার পর থেকে অন্য কারও সংস্পর্শে আসেননি বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ সোমবার রাতে ডা. জাফরুল্লাহ দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আমি পজিটিভ রেজাল্ট জানার পর থেকেই নিজ বাসায় আইশোলেশনে আছি। অন্য কারও সাথে মিশি নাই।’

ডা. জাফরুল্লাহ আরও বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে আমার শরীরে হালকা জ্বর এসেছিল। শরীরটা একটু খারাপ লাগছিল। পরে আমার টেস্ট করাতে বলি। এরপর আমাদের র‍্যাপিড টেস্ট দিয়ে পরীক্ষা করা হয়। তখন রেজাল্ট পজিটিভ এসেছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ায় আজকে ঈদে আমি কারও সাথে দেখা সাক্ষাত করিনি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

Comment here

Facebook Share