সারাদেশ

আগামী বছরেও সরকারি ছুটি ২২ দিন

চলতি ২০২৩ সালের মতো আগামী ২০২৪ সালেও সরকারিভাবে ২২ দিন ছুটির অনুমোদন করেছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রতি বছরে শেষের দিকে এসে পরবর্তী বছরের ছুটির তালিকা করা হয়। আগামী বছরের ছুটির তালিকা মন্ত্রিসভা অনুমোদন করেছে।

তিনি বলেন, ‘২০২৪ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এরমধ্যে দুই দিন শুক্রবারে পড়েছে। ধর্মীয় কারণে ঐচ্ছিক ছুটিও থাকবে।’

চলতি বছর ২২ দিন সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে শুক্র-শনিবারে আট দিন ছুটি পড়েছে।

Comment here

Facebook Share