আগুন লাগার পর দেরিতে আসায় ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আগুন লাগার পর দেরিতে আসায় ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে আগুন লেগে দোকান পুড়ে যাওয়ার পর ঘটনাস্থলে আসায় ভাঙচুরের শিকার হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি। আজ সোমবার উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের রোষানলে পড়ে ঘটনস্থল থেকে ফেরত আসতে বাধ্য হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয়রা জানান, একটি চায়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত। পরে আগুন পাশের দুইটি দোকানেও ছড়িয়ে পড়ে। এতে তিনটি দোকানই পুড়ে যায়। তবে কাছাকাছি ‍দূরুত্বের ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা অনেক দেরিতে ঘটনাস্থলে আসে। ফলে উত্তেজিত জনতার একটি অংশ তাদের গাড়িতে ভাঙচুর চালায়।

তবে এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন দাবি করেন, রাত ৩টা ২২মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৩টা ৩৪ নাগাদ তারা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছান। তখন বাজারে থাকা অসংখ্য মানুষের জন্য আগুন নেভানো যায়নি। ফলে, উত্তেজিত জনতা তাদের গাড়ি ভাঙচুর করে করলে পুলিশের পরামর্শে তারা ঘটনাস্থল থেকে চলে আসেন।

 

 

Comment here