আছড়ে পড়বে কালবৈশাখী, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

আছড়ে পড়বে কালবৈশাখী, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

শিবাঙ্গী সিংহ, কলকাতা: ঘনীভুত হচ্ছে কালবৈশাখীর পরিস্থিতি। এমন টাই পূর্বাভাস হাওয়া অফিসের। দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের বিভিন্ন এলাকায়।

প্রসঙ্গত, দক্ষিনবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ঝোড়ো হাওয়া বইবে ৫০-৬০ কিলোমিটার গতিবেগে। আবহাওয়া দফতর জানিয়েছেন, আবহাওয়ার কোনো পরিবর্তন নেই। ঝড় বৃষ্টিপাতের কারণে তাপমাত্রার অবনতি হতে পারে আগামী তিন দিন। বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্র থেকে শনিবার।

উল্লেখ্য, কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ। বইবে ঝোড়ো দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ মহানগরে দিনের সর্বোচ্চে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বোনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৪ থেকে ৮৮ শতাংশ।

Comment here