সারাদেশ

আজও কি ঝড়বৃষ্টি হবে, যা জানাল আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকাসহ সারাদেশে আজও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড়বৃষ্টি গতকালের মতো তেমন তীব্র হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আজ বিকেল বা সন্ধ্যার দিকে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা বাতাস থাকবে। তবে এই ঝড়বৃষ্টি গতকালের মতো তীব্র হবে না।

আরও পড়ুন: বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের

advertisement

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পাবনা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের আপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

 

সিনপটিক অবস্থা নিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।

Comment here

Facebook Share