আজ থেকে গাঙচিল উড়বে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আজ থেকে গাঙচিল উড়বে

নিজস্ব প্রতিবেদক  : বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজ ‘গাঙচিল’ বিমানের তৃতীয় ৭৮৭-৮ এয়ারক্রাফট। আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে ২০০৮ সালে চারটি ড্রিমলাইনারসহ মোট ১০টি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য ২১০ কোটি ডলারে চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চারটি ড্রিমলাইনার উড়োজাহাজের নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হচ্ছে- আকাশবীণা, হংস বলাকা, গাঙচিল ও রাজহংস।

Comment here