নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কোনো ব্যক্তি একান্ত যেন জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ বা বাইরে যেতে না পারেন তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. আবু আশরাফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রোববার থেকেই মহানগরীতে প্রবেশ ও বাইর পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ জানায়, যথোপযুক্ত কারণ ব্যতীত কোনো ব্যক্তি যানবাহন চালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
Comment here