শ্রীমঙ্গলে একসঙ্গে চলছে আটটি নাটকের শুটিং। এসব নাটকের শুটিংয়ের জন্য চারজন তারকা অবস্থান করছেন শ্রীমঙ্গলে। আছেন চারজন নির্মাতাও।
গতকাল নির্মাতা এল আর সোহেল বলেন, সপ্তাহখানেক আগে অভিনয়শিল্পী মুমতাহিনা টয়া, তৌসিফ মাহবুব, জোভান, সাফা কবিরসহ একটা টিম এসেছে শ্রীমঙ্গলে। আরও আছেন নির্মাতা রাফাত রিংকু, মেহেদী হাসান, কে এম নাঈম।
আটটি নাটক হলো শ্রীমঙ্গলে মঙ্গল, রং চা, শুকনো চা পাতা, টান, মিমি কাব্য, বাড়ি থেকে পালিয়ে, পাগলের পাহাড় কেনা এবং হাইপার। শ্রীমঙ্গল থেকে টয়া বলেন, ‘বিদেশের চেয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে শুটিং করতে ভালো লাগে। গল্পগুলো শ্রীমঙ্গলকেন্দ্রিক। আশা করছি দর্শকেরা উপভোগ করবেন।’
Comment here