আদাবরে বহুতল ভবনে আগুন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আদাবরে বহুতল ভবনে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি আটতলা ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আজ রোববার দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আরও ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সংবাদমাধ্যমকে বলেন, ‘দুপুর ১২টার দিকে আদাবরের আটতলা ভবনের বেজমেন্টে আগুন লাগার সংবাদ পাই। সেখানে আমাদের সাতটি ইউনিট কাজ করছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Comment here