আদালতে হাজিরা দিতে গিয়ে ইয়াবা-গাঁজা-মোবাইল আনলেন হাজতি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

আদালতে হাজিরা দিতে গিয়ে ইয়াবা-গাঁজা-মোবাইল আনলেন হাজতি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর বন্দি এক হাজতি আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় কারাগারে নিয়ে এসেছে গাঁজা-ইয়াবা ও মোবাইল ফোন।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারা ফটকে ওই হাজতির দেহ তল্লাশি করে সেগুলো জব্দ করে কারা কর্তৃপক্ষ।

বুলবুল ইসলাম নামের ওই ব্যক্তি (হাজতি নম্বর ৫০৮/১৫) তিনটি মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে রয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার মো. তরিকুল ইসলাম বলেন, বুলবুল ইসলামকে সকালে হাজিরা দেওয়ার জন্য ঢাকা জজ কোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। এ সময় রুটিন ওয়ার্ক হিসেবে দেহ তল্লাশি করার সময় বুলবুলের পরনের লুঙ্গির ভেতর থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বুলবুল ২০১৫ সাল থেকে কারাগারে রয়েছেন। তার নামে তিনটি মামলা ছিল, যার মধ্যে একটি মামলায় তিনি খালাশ পেয়েছেন। এ ঘটনায় তাকে আলাদা করে রেখা হয়েছে। তার বিরুদ্ধে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

Comment here