বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘বর্তমানে অর্থনীতির চাপের মধ্যে রয়েছে দেশ। একসময় আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন পর্যন্ত গিয়েছিল। সেখান থেকে আমাদের রিজার্ভ কমে এসেছে। রিজার্ভ যখন কমে আসছে তখন তো আমরা একটু চাপে থাকবোই। তবে যেকোনো দেশে ৩ মাসের রিজার্ভ থাকলেই কোনো সমস্যা হয় না। সেখানে আমাদের প্রায় সাড়ে ৪ মাসের রিজার্ভ রয়েছে। যদি বিদেশ থেকে রেমিট্যান্স আসে ও বিদেশে রপ্তানি বিনিয়োগ বাড়ানো যায় তাহলে সুবিধা হবে।’
আজ শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আলুর দাম বেড়ে যাওয়ার বিষয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, ‘কদিন আগে যাচাই করার সময় দেখলাম ৯৩টি দেশের মধ্যে আলুর দাম সর্বনিম্ন বাংলাদেশে। বর্তমানে পাইকারিতে আলুর দাম ৫০ টাকা কেজি।’
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সবসময় আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করি। ঈদেও নিয়ন্ত্রণে থাকবে। নিত্য প্রয়োজনীয় জিনিস বিদেশে যেন রপ্তানি করা যায় সে ব্যবস্থা করছি। এ বছর আমরা হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমদানি-রপ্তানি বাণিজ্যটা গতিশীল করার জন্য ব্যাংকের রিজার্ভের যেঘাটতি ছিল তা মেটানোর জন্য চায়না থেকে ৫ বিলিয়ন ডলারের একটি বাণিজ্য সহায়তা পাওয়া যাবে। এতে করে রপ্তানিকারকরা পণ্য আমদানি করতে সুবিধা পাবে। পর্যায়ক্রমে অন্য দেশের সঙ্গে আমদানি-রপ্তানি সহজকরণের জন্য চেষ্টা করছি।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক কায়সারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল সদর আসনের ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
Comment here