আমি এখন কফি খাই, চা খাই না: তাহেরী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

আমি এখন কফি খাই, চা খাই না: তাহেরী

মুক্ত আওয়াজ ডেস্ক :  খাবেন? ঢেলে দেই?ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে?’ এই শব্দগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা ছবি পোস্ট করলেই এসব ক্যাপশনে এ ধরনের কিছু লেখা দিচ্ছেন। বাংলাদেশের ফেসবুক প্ল্যাটফরম ঘাঁটলেই এমনটা দেখা যাচ্ছে। এ বাক্যগুলো প্রথমে আবিষ্কার করেছেন বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।তবে এবার নিজের সেই হাস্যরসের কিছু কথায় পরিবর্তন এনেছেন তিনি।

দাওয়াতে ঈমানী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেছেন, আমি এখন কফি খাই, এখন আর চা খাই না। কাউকে এখন আর মাহফিলে প্রোগ্রামে স্ট্রেজে চায়ের কথা বলি না। তিনি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে যমুনা টেলিভিশনে সাথে এই কথা বলেন।

মুফতি মাওলানা মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেন, মাহফিলে ওয়াজ করতে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি। ক্লান্তি থেকে দূর হওয়ার জন্য মাহফিলে চা খেতে চেয়ে ছিলাম। যেহেতু আমি একা চা খাচ্ছিলাম, তাই সবাইকে খাওয়ার জন্য অনুরোধ করে ছিলাম। এই বিষয়টি একটি ষড়যন্ত্রকারী চক্র আমার বিরুদ্ধে হাস্যরসে ভিডিও বানিয়েছে। যা খুব দুঃখজনক।

Comment here