ছোট পর্দাবিনোদন

আরও অপেক্ষা করতে চান তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে গত ২২ মার্চ থেকে সকল টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নাট্যনির্মাণ সংশ্লিষ্ট সংগঠনগুলো। আর গত ২৮ মে নাট্য সংগঠনগুলোর সিদ্ধান্ত হয়, ১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা যাবে। তবে শুটিংয়ের অনুমতি মিললেও এখনই অভিনয়ে ফিরতে চান না জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে আরও কিছুদিন বাসাতে থাকতে চান এই অভিনেত্রী।

দৈনিক মুক্ত আওয়াজ অনলাইনকে তানজিন তিশা বলেন, ‘করোনার পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। যদিও অনেক অভিনয় শিল্পীরা ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন। তবে আমি এখনো শুটিংয়ে ফেরা নিরাপদ মনে করছি না। তাই আপাতত কাজে ফিরতে চাই না।’

তিনি আরও বলেন, ‘করোনার কারণে পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ কিছু সুযোগ পেয়েছি। আপাতত সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি। নামাজ পড়ছি, ঘরের কাজ করছি, রান্না করার চেষ্টা করছি, এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। এর বাইরে মাস খানেক আগে, নিজের ইউটিউব চ্যানেল খুলেছি। সেখানে ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করে প্রকাশ করছি। ভক্ত-দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। চ্যানেলটি নিয়ে সামনে আরও বড় পরিকল্পনা আছে।’

Comment here

Facebook Share