সারাদেশ

আরেক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে হাসপাতালটির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে ওই হাসপাতালের দুজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর এক বাসিন্দা গত শনিবার ওই হাসপাতালে মারা যান। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনটি হাসপাতাল ঘুরে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৭ মার্চ। যেদিন তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়, সেদিনই দিবাগত রাতে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত হওয়ার বিষয়টি জানার পর থেকেই সংশ্লিষ্ট চিকিৎসকেরা কোয়ারেন্টিনে যান।

এর আগে গত রোববার ওই হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়। এরপর একই হাসপাতালের দ্বিতীয় চিকিৎসকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা আজ জানা গেল।

এই চিকিৎসকের মেয়ে ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার ডায়াবেটিস আক্রান্ত বাবা করোনাভাইনাসে আক্রান্ত হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছিলেন।

Comment here

Facebook Share